
পুঁজিবাজারের বীমা খাতের তালিকাভুক্ত এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৩ লাখ ৯০ হাজার ২০০টি শেয়ার উপহার হিসেবে মেয়েকে দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী ও তার মেয়ে নাফিজা কামাল কোম্পানিটির পরিচালক।
ডিএসই সূত্রে জানা গেছে, গত ১৯ জুন মেয়ে নাফিজা কামালকে উক্তসংখ্যক শেয়ার উপহার দেয়ার ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী, যা মঙ্গলবার সম্পন্ন হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছর শেষে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ২ শতাংশ বা ৮ লাখ ৪৭ হাজার শেয়ারের মালিকানায় ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তার একটি অংশ তিনি মেয়েকে দিয়ে দিলেন।
নাফিজা কামালও কোম্পানিটির ১.০৯ শতাংশ বা ৫ লাখ ৫৯ হাজার ৮০০টি শেয়ারের মালিকানায় রয়েছেন। এখন তার শেয়ারের পরিমাণ আরও বাড়লো।