Home ছবি বরিশাল নগর পুলিশের দিনব্যাপী সেমিনার

বরিশাল নগর পুলিশের দিনব্যাপী সেমিনার

বরিশাল নগর পুলিশের দিনব্যাপী সেমিনার

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের নিয়ে ‘উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জুন) সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত নগরীর বান্দ রোডস্থ পুলিশ অফিসার্স মেসে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান-বিপিএম-বার।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশেল উপ-কমিশনার (সদর) হাবিবুর রহমান খান, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখ) আবু সালেহ মো. রায়হান, উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর মল্লিক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খায়রুল খাইরুল আলম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠিত সেমিনারে উগ্রোবাদ, জঙ্গিবাদ প্রতিরোধ এবং এদের চিহ্নিত করনের বিষয়ে মহানগর পুলিশে কর্মরত সকল উর্ধ্বতন কর্মকর্তা, থানা’র অফিসার ইন-চার্জ (ওসি), পরিদর্শক, উপ-পরিদর্শক ও সহকারী পরিদর্শক সহ অন্যান্য সদস্যদের দিক নির্দেশনা প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here