ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ খেলতে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে ভারতীয় ক্রিকেট দল। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য দলটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে তার ব্যাপারে বের হয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। আইএসের (ইসলামিক স্টেটস) ছুড়ে দেয়া এক বার্তায় নাম লেখা আছে সাবেক এই অধিনায়কের!
ভারতের নভি মুম্বাই শহরের কোপ্তা ব্রিজের পিলারে ইসলামিক স্টেটের (আইএস) প্রশংসা করে একটি বার্তা দেয়া হয়। সেই বার্তায় প্রশংসার পাশাপাশি লেখা থাকে ভারতের ক্রিকেটার ধোনিসহ দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও আইএস নেতা আবু বকর আল বাগদাদির নাম। সেই বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে যাওয়ার শহরটিতে জরুরী অবস্থা ঘোষণা করেছে মুম্বাই পুলিশ।
এই বিষয়ে নভি মুম্বাই শহরের পুলিশ কমিশনার সঞ্জয় কুমার বলেন, ‘ব্রিজে লেখা সেই বার্তাটিতে কেজরিওয়াল, ধোনি এবং বাগদাদির নাম স্পষ্টভাবে লেখা আছে। জায়গাটি থেকে আমরা বিয়ারের বোতল, মদসহ সম্ভাব্য সব প্রমাণ সংগ্রহ করে নিয়েছি। স্থানীয় লোকেরা আমাদের বলেছে যে এই জায়গাটা সবসময়ই তরুণ ছেলেদের দ্বারা ঘেরাও থাকত যাতে করে তারা নিরিবিলিতে মদ্যপান করতে পারে। কিন্তু আমরা সম্ভাব্য সব দৃষ্টিকোণ থেকে তদন্ত করছি যে করতে করে এই কাজটা।’
তিনি আরো বলেন, ‘বার্তাটিতে সবকিছু বিস্তারিতভাবে বলা আছে এবং সময় উল্লেখ করা আছে, কিভাবে লোকদের আক্রমণ করা হবে। যেই ব্যক্তিত্ব ও রাজনীতিবিদের নাম দেয়া আছে সেটা কোড ওয়ার্ড হতে পারে। তাই আমরা কোন ঝুঁকি নিতে চাই না। তদন্তের কাজ পুরোদমে চলছে।’