Home প্রচ্ছদ বরিশালে মাদক বিক্রেতার ১০ বছরের কারাদণ্ড

বরিশালে মাদক বিক্রেতার ১০ বছরের কারাদণ্ড

বরিশালে মাদক বিক্রেতার ১০ বছরের কারাদণ্ড

নিজ হেফাজতে ইয়াবা রাখার অপরাধে হাসান রাঢ়ী নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) এ রায় দেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহম্মেদ।

রায় দেওয়ার সময় হাসান রাঢ়ী আদালতে উপস্থিত ছিলেন। তিনি বরিশালের হরিণাফুলিয়া এলাকার হাসেমের বাড়ির ভাড়াটিয়া।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৬ জুন হাসেমের বসতঘরে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) একটি দল। এ সময় হাসানকে আটক করে এবং তার কাছ থেকে ৫০১ পিস ইয়াবা উদ্ধার করে।

এ ঘটনায় ওই দিনই র‌্যাবের ডিএডি জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। একই বছরের ১ আগস্ট আদালতে চার্জশিট জমা দেন থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান মুরাদ। মামলায় ১১ জনের মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই দণ্ড দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here