Home জাতীয় মায়ের হাত ভাঙার মামলায় ছেলে কারাগারে

মায়ের হাত ভাঙার মামলায় ছেলে কারাগারে

মায়ের হাত ভাঙার মামলায় ছেলে কারাগারে

কুমিল্লার লাকসামে বৃদ্ধা মাকে মারধর করে হাত ভেঙে দেয়ার মামলায় ছেলে জসিম উদ্দিনকে (৪০) কারাগারে পাঠিয়েছে আদালত।

গুরুতর আহত রহিমা বেগম (৬৫) এখন লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। রহিমা বেগম কালিয়া চৌ গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই নুর মোহাম্মদের বড় ছেলে জসিম উদ্দিনের স্ত্রী শহিদা বেগম (৩৫) বৃদ্ধা রহিমা বেগমকে আঘাত করে। এসময় তিনি মাটিতে পড়ে গেলে তার হাত ভেঙে যায়।

এ ঘটনায় শনিবার পিতা নুর মোহাম্মদ বাদী হয়ে ছেলেসহ তিনজনকে অভিযুক্ত করে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ শনিবার ছেলেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here