ভোলার নতুন পুলিশ সুপার হলেন পুলিশের এন্ট্রি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
বৃহস্পতিবার (১৩ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে ভোলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।
উক্ত প্রজ্ঞাপনে ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেনকে বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।
সরকার মোহাম্মদ কায়সার পুলিশের এন্ট্রি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার হিসেবে দীর্ঘ দিন ধরে অত্যন্ত সুনামের সাথে দায়িত্বপালন করে আসছিলেন। এর আগে তিনি ২০১৭ সালের ডিসেম্বরে পুলিশ সুপার পদে পদন্নতি পান। তার বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাটাজোর গ্রামে।
অপরদিকে পুলিশ সুপার মো. মোকতার হোসেন পিপিএম (সেবা) ২০১৬ সালের ১৪ জুলাই ভোলায় যোগদান করেন। তিনি সুনাম ও সাহসিকতার সাথে ভোলা জেলায় দুই বছর ১১ মাস ভোলাবাসীকে সেবা দিয়ে গেছেন। সেই সাথে ভোলা থেকে মাদক নির্মূলে তিনি ছিলেন জিরো টলারেন্সে। এসপি মোকতার ভোলা জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধসহ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাওয়ার গৌরব অর্জন করেন।