Home জাতীয় বরিশাল বিএম কলেজে নতুন উপাধ্যক্ষের যোগদান

বরিশাল বিএম কলেজে নতুন উপাধ্যক্ষের যোগদান

বরিশাল বিএম কলেজে নতুন উপাধ্যক্ষের যোগদান

বরিশাল সরকারি বিএম কলেজের উপাধ্যক্ষ হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া যোগদান করেছেন।তাকে ফুল দিয়ে বরন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার ও শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ আলামিন সরোয়ার।

শনিবার সকাল ১০টায় তিনি যোগদান করেন।

যোগদানের পূর্বে অধ্যক্ষের কক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সম্পাদক মো:আলামিন সরোয়ারের সঞ্চালনায় এবং অধ্যক্ষ শফিকুর রহমান শিকদারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: হানিফ।

এসময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন, অন্যান্য শিক্ষকগন উপস্থিত ছিলেন।যোগদানের পর তাকে সব বিভাগ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

গোলাম কিবরিয়া ১৪ তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।

এর আগে তিনি পিরোজপুর সরকারি সোরাওয়ার্দী কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন।

তিনি বিএম কলেজের মান বজায় রেখে কাজ করতে সকলের সহযোগীতা কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here