Home জাতীয় বরিশালে শ্রী শ্রী জগন্নাথ দেবীর রথযাত্রা

বরিশালে শ্রী শ্রী জগন্নাথ দেবীর রথযাত্রা

বরিশালে শ্রী শ্রী জগন্নাথ দেবীর রথযাত্রা

শামীম আহমেদ ॥ বরিশালে শ্রী শ্রী জগন্নাথ দেবীর রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরীর সদর রোডের জগন্নাথ দেবের মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হয়।

অপরদিকে বিকেলে হাটখোলা হরি মন্দির থেকে আরও একটি রথযাত্রা বের করে ভক্তরা। পৃথক স্থান থেকে বের হওয়া দুটি রাথযাত্রা শত শত ভক্তরা উপস্থিত হয়। এসময় পুণ্যের দড়ি টেনে রথযাত্রটি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

রথযাত্রায় আসা ভক্তরা জানান, ভগবান জগন্নাথ এই দিনে রাস্তায় বের হন ভক্তদের সাথে দর্শণ দেবার জন্য। জগন্নাথ দেবের দর্শণ লাভ করে পরিত্রাণ পান ভক্তরা।
এদিকে রথযাত্রার পর আগামী ১২ জুলাই বিকেল চারটায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানায় আয়োজকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here