Home ছবি বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুধ পানের অভ্যাস গড়ি, পুষ্টির চাহিদা পূরণ করি এই স্লোগান নিয়ে। আজ ১ জুন শনিবার সকাল ১০ টায় বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর বরিশাল এর আয়োজনে। বিভাগীয় ও জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতায় বরিশাল সার্কিট হাউজ সভাকক্ষে। বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল, জাকারিয়া।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, সিভিল সার্জন বরিশাল, ডঃ মনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় উপ-পরিচালক বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর বরিশাল, ডঃ কানাইলাল সর্নকার। আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক কর্মচারী কল্যান বোর্ড বরিশাল, সোহরাব হোসেন, জেলা প্রাণীসম্পদ দপ্তর বরিশাল, ডঃ মোঃ নুরুল আলম, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামিলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরীসহ বরিশাল জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে এ বিষয়ে অতিথি বৃন্দরা উপস্থিত অংশগ্রহনকারীদের মাঝে আলোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here