Home আইটি টেক ফেসবুকের স্বীকৃতি পেল ম্যাগনিটো

ফেসবুকের স্বীকৃতি পেল ম্যাগনিটো

ফেসবুকের স্বীকৃতি পেল ম্যাগনিটো

ফেসবুকের পার্টনার এজেন্সি হিসেবে ‘এপিএসি পার্টনার সামিট ২০১৯’-এ স্বীকৃতি পেল ম্যাগনিটো ডিজিটাল। সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত ফেসবুকের পার্টনার প্রতিষ্ঠানগুলোর একটি সামিটে এই সম্মাননা তুলে দেয়া হয়।

আন্তর্জাতিক পর্যায়ে সামাজিক মূল্যবোধ তৈরির জন্য বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ম্যাগনিটো এ স্বীকৃতি পেয়েছে।

ফেসবুকের মতে, ম্যাগনিটো ডিজিটাল লিমিটেডের সাথে যুক্ত আছে ৫টি কোর ভ্যালু: সাহসিকতা, প্রভাব বিস্তার, দ্রুত পদক্ষেপ নেয়া, মুক্তচিন্তা ও সামাজিক মূল্যবোধ তৈরি। ম্যাগনিটো ছাড়াও অনলাইনসেলস ডট অল, ক্যাফে২৪, সেভেন মিডিয়া গ্রুপ, ফোরসি, ডেন্টসু এজিস নেটওয়ার্ক, ভ্যাম্প, মিশো, হারাভান, আপারক্রুজ ক্রিয়েটিভ, মেইকশপ, ডিজিটাল মাংকি এ স্বীকৃতি পেয়েছে।

উল্লেখ্য, ম্যাগনিটো ডিজিটাল বাংলাদেশের একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ডিজিটাল যাত্রাকে এগিয়ে নিতে ম্যাগনিটো তার সদস্যদের অনুপ্রেরণা দিয়েছে সামাজিক পরিবর্তন আনার। নিরলস পরিশ্রমের মাধ্যমে তারা গ্রাহকদের সর্বোচ্চ মানের পরিষেবা প্রদান করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here