Home প্রচ্ছদ ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন মোহাম্মদ কাইফ

ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন মোহাম্মদ কাইফ

ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন মোহাম্মদ কাইফ

তারা দু’জনেই নিজ নিজ ক্ষেত্রে তারকা। কর্মের ক্ষেত্র আলাদা হলেও দু’জনের মধ্যে মিল একটাই। তাদের পদবি এক।

তাই অনেকেই তাদের মধ্যে ‘বিশেষ’ সম্পর্ক আছে বলে ভুল করেন। মন মতো সম্পর্ক তৈরি করে তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় মাতেন নেটিজেনরা। নেটিজেনদের সেই ভুল ভেঙে দিতেই নিজেদের ছবি পোস্ট করেছেন তারা। আর তাদের মধ্যে সম্পর্কের বিষয়টিও খোলসা করেছেন নেটিজেনদের সামনে।

তাদের দু’জনের একজন হলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অন্যজন সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ।

সম্প্রতি দেখা হয়েছিল দু’জনের। সেই দেখা স্মরণীয় করতে ছবিও তোলেন তারা। সেই ছবিই নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন মোহাম্মদ কাইফ। আর সেই ছবি পোস্ট করে সাবেক ভারতীয় ক্রিকেট তারকা লিখেছেন, ‘শেষ পর্যন্ত কাইফদের দেখা হল।’ তার পরই নেটিজেনদের ভুল ভাঙতে পরের লাইনে তিনি লিখেছেন, ‘আগের মতো আবারও বলছি, মনুষ্যত্ব ছাড়া এখনও অবধি অন্য কোনো সম্পর্ক নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here