Home জাতীয় এবার বিটিভি দেখবে ভারতীয়রা, চুক্তি সাক্ষর

এবার বিটিভি দেখবে ভারতীয়রা, চুক্তি সাক্ষর

এবার বিটিভি দেখবে ভারতীয়রা, চুক্তি সাক্ষর

টেলিভিশন যোগাযোগের মারফত প্রতিবেশী দেশগুলির সঙ্গে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে চাইছে ভারত সরকার। এতদিন ভারতীয় সরকারি টেলিভিশন দেখা যেত না বাংলাদেশে। আবার উল্টোদিকে বাংলাদেশের সরকারি চ্যানেলও প্রদর্শিত হত না ভারতে। এবার এই দূরত্ব ঘোচাতে বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে মোদী সরকার। খবর সংবাদ সংস্থা এএনআই’র।

বুধবার ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, বাংলাদাশের সঙ্গে এদিন ভারত এক চুক্তি সাক্ষর করেছে, যার ফলে এক থেকে ডিডি ইন্ডিয়া চ্যানেল দেখা যাবে বাংলাদেশে এবং বাংলাদেশের সরকারি চেলিভিশন চ্যানেল বিটিভি দেখা যাবে ভারতের সর্বত্র।

শুধু বাংলাদেশই নয়, একই রকম টিভির বন্ধনে ভারত বাঁধছে দক্ষিণ কোরিয়াকেও। সেই দেশেও এখন থেকে দেখানো হবে ডিডি ইন্ডিয়া। আর সে দেশের সরকারি চ্যানেল কেবিএস দেখা যাবে ভারতে।

প্রকাশ জাভড়েকর জানিয়েছেন প্রতিবেশী দেশগুলির সঙ্গে এই পারস্পরিক সহযোগিতার উদ্যোগ অত্যন্ত দরকারি এবং মোদী সরকার একে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here