ঈদগাহে হাজির হয়ে মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভারতের কলকাতার রেড রোডের ঈদগাহে উপস্থিত হন তিনি। সেখানে বক্তব্য দেন।
মুসলিমদের উদ্দেশ্য করে মমতা বলেন, ‘আপনাদের পরিবার, আপনাদের ভবিষ্যৎ, আপনাদের সমাজ, আপনাদের সংস্কার, আপনার রাজ্য, আপনার দেশ, সারা বিশ্বে ইনশাআল্লাহ আপনাদের জন্য ঈদ খুশির হয়ে উঠুক।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্য দেওয়ার সময় সেখানে বৃষ্টিও হয় কয়েক পশলা। বৃষ্টি দেখেই তিনি বলেন, ‘এই বৃষ্টি শান্তির বৃষ্টি, এই বৃষ্টি বলছে যে, আকাশও আপনাদের সঙ্গে রয়েছে। মাসব্যাপী রোজার পর এটা মুসলমানদের জন্য আল্লাহর আশীর্বাদ। আপনারা ভয় পাবেন না। আপনারা ভাল থাকুন, আপনারা এগিয়ে চলুন, আপনারা মানবতার জন্য কাজ করুন।’
মমতা মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘এই ঈদ আপনাদের জীবনে নতুন সকাল আনবে। কেউ রুখতে পারবে না। কেউ যদি বাধা দেন, তা হলে তার জন্য দুঃখিত।’
এছাড়া মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেন, ‘সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ধর্ম যার যার, উৎসব সবার। আসুন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এই ধারাকে বজায় রাখি।’